ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :ভাইফোঁটা হল ভাই-বোনের মধ্যে ভালোবাসা এবং পবিত্র সম্পর্কের প্রতীক। ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় জন্য বোন তার কপালে ফোঁটা দিয়ে মন্ত্রোচ্চারণ করেন। পরে নানা উপহার ও খাবারের মাধ্যমে সম্পর্কের উষ্ণতা ভাগাভাগি করা হয়। যদিও উপহার কী দেবেন, এই নিয়ে ভাইদের মাথাব্যথার শেষ নেই! তাই এবার রাশি অনুযায়ী কিছু পরামর্শ দেওয়া হল, যা সহজেই বোনের জন্য শুভ উপহার হয়ে উঠতে পারে।
নভেম্বরে শনির প্রভাবে ভাগ্য বদল ঘটতে চলেছে এই ৫ রাশির জীবনে
জানুন কি উপহার দেবেন-
মেষ রাশি: মেষ রাশির জাতিকাদের জন্য লাল রঙের উপহার শুভ। লাল রঙের কোনো পোশাক, অলঙ্কার, বা দস্তার তৈরি সামগ্রী দিলে তাঁরা খুশি হবেন।
বৃষ রাশি: বৃষ রাশির বোনদের জন্য সাদা রং উপযুক্ত। সাদা রঙের পার্স, রূপার তৈরি গয়না বা সাজানোর সামগ্রী হলে তাদের শুভ ফল দেয়।
সোমবার কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে থাকছে দারুন চমক? হতে পারে আপনিও দেখে নিন এক নজরে
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সবুজ রঙের উপহার বিশেষভাবে শুভ। ঘরের সাজানো জিনিস, ইলেকট্রনিক সামগ্রী। যেমন- ঘড়ি বা হেয়ার ড্রায়ার বেছে নিতে পারেন।
কর্কট রাশি: কর্কট রাশির জন্য মুক্তোর তৈরি জিনিস বা সাদা রঙের উপহার শুভ। একটি মুক্তোর মালা বা সাদা রঙের শোপিস হতে পারে সেরা উপহার।
সিংহ রাশি: সোনালি বা কমলা রঙের কোনো উপহার যেমন সোনালি গয়না বা কমলা রঙের মিষ্টি, সিংহ রাশির বোনদের জন্য উপযুক্ত।
কন্যা রাশি: কন্যা রাশির জন্য বই ও চকোলেট হল শুভ উপহার। চাইলে গণেশের ছোট্ট মূর্তিও দিতে পারেন। যা তাদের মঙ্গল আনবে।
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য রেশমের কাপড় বা প্রিয় সুগন্ধি ভালো উপহার হতে পারে।
২০২৫-এও একাধিক সর্বনাশ হতে পারে এই রাশিগুলির!কারন জেনে নিন
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির বোনদের জন্য কমলা রঙের মিষ্টি ও প্রয়োজনীয় সামগ্রী দিতে পারেন। যা তাদের সন্তুষ্ট করবে।
ধনু রাশি: ধনু রাশির জন্য কানের দুল বা সুন্দর অলঙ্কার সেরা উপহার। এটি তাদের জন্য শুভ।
মকর রাশি: মকর রাশির জাতিকাদের চুমকি বা জড়ির কাজের কোনো পোশাক যা তারা পরতে ভালোবাসেন তাও দিতে পারেন।
আগামী ডিসেম্বরে সূর্যের গমন ধনু রাশিতে বিরাট সুখবর সমস্ত জট কাটবে এই তিন রাশির
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জন্য শীতের পোশাক, যেমন সোয়েটার, মাফলার বা শাল বিশেষভাবে উপযুক্ত।
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের জন্য প্রসাধনী সামগ্রী শুভ হতে পারে। যা তাদের প্রসাধনপ্রিয় মনকে তৃপ্ত করবে।