শর্মিলা চন্দ্র, ২২ মার্চ: একটা সময় সমাজকর্মী আন্না হাজারের আন্দোলনে যোগ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার তাঁরই গ্রেফতারিতে মুখ খুললেন সমাজকর্মী আন্না হাজারে। নিজের কৃতকর্মের ফল পেয়েছে, এমনটাই মনে করেন আন্না হাজারে। তিনি জানান, আমি খুবই হতাশ এটা ভেবে যে অরবিন্দ কেজরিওয়াল যিনি একসময় আমার সঙ্গে কাজ করতেন, মদের বিরুদ্ধে তাঁর আওয়াজ তুলেছিলেন, সেই কেজরিওয়াল এখন মদ নিয়ে নীতি নির্ধারণ করছেন। নিজের কাজের জন্যই উনি গ্রেফতার হয়েছেন।
কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! কেন্দ্রকে কড়া কটাক্ষ রাহুল-সোনিয়ার
‘নিজের কাজের জন্যই উনি গ্রেফতার হয়েছেন’
প্রকাশ্যে এলো Realme 12X মডেলের ডিজাইন-সহ অসাধারণ স্পেসিফিকেশনস! ক্যামেরাও দুর্ধর্ষ! আর কী কী পাবেন?
আবগারি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন। এবার অরবিন্দ কেজরিওয়াল। আদালতে আগাম জামিনের আর্জি খারিজের পরেই আপ প্রধানকে প্রথমে জিজ্ঞাসাবাদ, পরে গ্রেফতার করা হয়। গ্রেফতারির জেরে ইডি-র সদর দফতরের লকআপে রাত কাটাতে হয় কেজরিওয়াল। সূত্রের খবর, রাতে তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। এদিকে তাঁর গ্রেফতারি ঘিরে দিল্লির বিভিন্ন জায়গায় আম আদমি পার্টি বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে আপ নেতা-কর্মীদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। সব মিলিয়ে ভোটের আগে তপ্ত দিল্লি।