পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবিতে বড় আন্দোলন

ব্যুরো নিউজ,২ ডিসেম্বর:পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এবার তাদের মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দাবিতে আরও জোরালো আন্দোলনে নামতে চলেছেন। রবিবার রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্ৰামী যৌথ মঞ্চের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে,যেখানে জানানো হয়েছে যে, আগামী ২২, ২৩ এবং ২৪ ডিসেম্বর রাজ্য সরকারকে নিজেদের দাবি জানাতে নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভ করবে। তিনদিনব্যাপী এই আন্দোলন কর্মসূচি চলবে, এবং দাবিপূরণ না হলে প্রতি বছর একই কর্মসূচি পালন করা হবে বলে সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন।

‘মৌলবাদের কাছে আত্মসমর্পণ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের

আন্দোলন অব্যাহত থাকবে


২৭ জানুয়ারি, ২০২৪-এ কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে বেলা ১২টায় রাজ্য সরকারি কর্মচারীরা জমায়েত করবেন। এরপর তারা শহিদ মিনারে মিছিল করে যাবেন এবং সেখানে মহাসমাবেশ করবেন।সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানিয়েছেন, যদি দাবির কোনো সুষ্ঠু সমাধান না হয়, তাহলে কলকাতা শহরকে চারদিক থেকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।এছাড়া, সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক অভিযোগ করেছেন যে, গতবারের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের যন্ত্রণা আরও বেড়েছে। মহার্ঘ ভাতার ফারাকও আরও বেড়েছে, এবং শূন্যপদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। এদিকে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক যে অনেক বেশি, তা নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে।

‘মৌলবাদের কাছে আত্মসমর্পণ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের

বর্তমানে, সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন, অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র ১৪ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন।এই সব কারণে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে এবং তারা তাদের দাবি আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ। তারা দাবি করছেন, যতদিন না তাদের দাবিগুলি পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর