শীতের

ব্যুরো নিউজ, ৮ নভেম্ববর :শীতের আগমনী বার্তা নিয়ে বাংলার আকাশে চলছে মেঘ-রোদের খেলা। আবহাওয়া দফতর জানাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। ১৫ নভেম্বর থেকে উত্তরে হাওয়া প্রবেশ করবে রাজ্যে। যা রাতারাতি আবহাওয়ায় শীতলতার ছোঁয়া নিয়ে আসবে।

ট্রেনের খাবারের মান উন্নয়নে বিশেষ পদক্ষেপ IRCTC

কবে শীত পড়তে চলেছে বাংলায়?

এই পরিবর্তনের পেছনে একটি বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব কাজ করছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। যদি সপ্তাহান্তে নিম্নচাপের সৃষ্টি হয়, তাহলে আগামী সপ্তাহে এর গতিবিধি দেখে বোঝা যাবে বাংলার আবহাওয়ার কতটা পরিবর্তন হবে।

পরীক্ষায় টোকাটুকি রুখতে এসওপি, লাইভ স্ট্রিমিং হবে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে

আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে, তবে কিছু জেলায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। ১৫ তারিখ থেকে উত্তুরে হাওয়া ঢুকতেই রাতের তাপমাত্রা দ্রুত নামতে শুরু করবে, এবং সকালের আকাশ কুয়াশা বা ধোঁয়াশায় ঢেকে থাকতে পারে। তবে দিনের বেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কিছু কিছু জায়গায়।

রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন উপকূলবর্তী কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে রাজ্যে আবার শুষ্ক আবহাওয়া ফিরে আসবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর