ব্যুরো নিউজ, ৯ এপ্রিল: বিক্ষিপ্ত বৃষ্টি চলছে রাজ্য। শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে দেখা গিয়েছে বিগত দু’দিনে। আলিপুর আবহাওয়া দফতর এই পরিস্থিতিতে আজ মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের মানুষ পরপর কয়েকদিনের বৃষ্টিতে খুব স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তীব্র গরমের হাত থেকে।
বিষাক্ত ক্ষীর খাইয়ে মারার চেষ্টা মুম্বই হামলার মেইন মূলচক্রী হাফিজ সইদকে! নেপথ্যে ঘনাচ্ছে রহস্য
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। তবে একথা ঠিক যে, গরম পড়েছে মানেই পর্যটকদের ভিড় বাড়তে থাকবে উত্তরবঙ্গের পাহাড়ে। কিন্তু অনেক সময় রাস্তায় ধস নামার পরিস্থিতি তৈরি হয় অতিরিক্ত বৃষ্টিতে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর, আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকছে শহর কলকাতায়। এদিন স্বাভাবিকের চেয়ে কম থাকবে তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ২ ডিগ্রি কম স্বভাবিকের চেয়ে। আবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, সেটিও ১ ডিগ্রি কম স্বাভাবিকের চেয়ে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে এই বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার বজ্রবিজ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায়। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর ওই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বুধবারও। তবে বুধবার বাঁকুড়া জেলাও যুক্ত হতে পারে তার সঙ্গে। বৃষ্টির পূর্বাভাস থাকছে বৃহস্পতিবারও।