Swapon Das Editor in Chef News Naya Bharat accused of mass unrest by WBP

ব্যুরো নিউজ, ২২শে জানুয়ারী ২০২৬ : গত ৯ই জানুয়ারি ২০২৬, কলকাতা সংলগ্ন দক্ষিণ কলকাতার বাসিন্দা তথা প্রবীণ সাংবাদিক স্বপন দাসের হাতে পুলিশ একটি নোটিশ তুলে দেয়। ৩৫সি (35C) নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে, তাঁর বিরুদ্ধে বাঁকুড়া জেলার একটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, স্বপন দাসের বিরুদ্ধে যে সকল ধারা প্রয়োগ করা হয়েছে তার প্রতিটিই জামিন অযোগ্য। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর অধীনে আনা অভিযোগগুলো হলো:

  • ধারা ১৯৬: গণহত্যাকাণ্ডে প্ররোচনা বা মাস্টারমাইন্ড হিসেবে ভূমিকা।

  • ধারা ২৩৩: মিথ্যা তথ্য বা প্রমাণ উপস্থাপন।

  • ধারা ২৯৯: ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে অস্থিরতা তৈরি।

  • ধারা ৩৫২: উস্কানিমূলক খবর পরিবেশনের মাধ্যমে অশান্তি সৃষ্টি।

  • ধারা ৩৫৩: ভুয়ো খবর বা ভ্রান্ত উপস্থাপনার মাধ্যমে গণ-উন্মাদনা তৈরি করা।


আইনি লড়াই ও আইনজীবীর প্রশ্ন

স্বপন দাসের নিযুক্ত আইনজীবী রাহুল দাস এই মামলার আইনি বৈধতা নিয়ে সরব হয়েছেন। তাঁর দাবি, বিএনএসএস-এর নিয়ম অনুযায়ী কোনো ভিআইপি বা প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা করার আগে প্রাথমিক তদন্ত প্রয়োজন, যা এ ক্ষেত্রে করা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, স্বপন দাস দক্ষিণ কলকাতার বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন অনেক দূরের জেলা বাঁকুড়ায় তাঁর নামে এফআইআর হলো?

আইনজীবী আরও জানান, বাঁকুড়া পুলিশের এক্তিয়ারভুক্ত এলাকায় গত কয়েক মাসে কোনো গণ-অশান্তি বা দাঙ্গার ঘটনা ঘটেনি, ফলে এই অভিযোগগুলো ভিত্তিহীন। বাঁকুড়া পুলিশ স্থানীয় থানার সাহায্য না নিয়ে সরাসরি কেন সমন পাঠালো, তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেছেন। এই ‘বেআইনি’ পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে পাল্টা মামলা (BNSS-এর ধারা ৫২৮, ২২৩, ২১৭ এবং ২৪৮ অনুযায়ী) দায়ের করা হয়েছে।


IPAC case Kolkata HC : “সাংবিধানিক পদের অপব্যবহার!”— হাইকোর্টে মমতার বিরুদ্ধে বিস্ফোরক কেন্দ্রীয় সংস্থা।

অতীতের সংঘাত ও বর্তমান প্রেক্ষাপট

এটিই প্রথম নয়, এর আগে ২০২২ সালে সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান স্বপন দাসের বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন। স্বপন দাস সেই সময় মাত্র ৩ হাজার সাবস্ক্রাইবার নিয়ে লড়াই শুরু করেছিলেন, বর্তমানে তাঁর চ্যানেলের দর্শক সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ছাড়িয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই তাঁর ‘ইনভেস্টিগেটিভ জার্নালিজম’ বা অনুসন্ধানী সাংবাদিকতাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।


Bangladesh High Commission protests : বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে উত্তপ্ত কলকাতা , উত্তাল পশ্চিমবঙ্গ – হিন্দু আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভে রাজ্য পুলিসের লাঠিচার্জ

‘আইনের পথেই সত্য প্রকাশ করব’: স্বপন দাস

রাজ্য প্রশাসনের এই নতুন পদক্ষেপে বিচলিত নন স্বপন দাস। দর্শকদের উদ্দেশে এক বার্তায় তিনি বলেন:

“আমি আইনের পথেই চলব। আদালত যা নির্দেশ দেবে, তাই পালন করব। এর আগে শেখ শাহজাহান আমার বিরুদ্ধে মামলা করেছিলেন, আজ তিনি নিজেই জেলে। আমি রাজ্য প্রশাসনের রোষানলে পড়েছি ঠিকই, কিন্তু সত্য প্রকাশ থেকে পিছু হটব না। আমরা ৩ হাজার থেকে আজ ৩ লক্ষ ৭০ হাজারে পৌঁছেছি। আগামী দিনেও সত্যের এই লড়াই চলবে।”

তদন্ত ও আদালতের পরবর্তী পদক্ষেপের ওপর এখন সকলের নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর