ব্যুরো নিউজ, ১১ জুন : ফের গরমে নাজেহাল পরিস্থিতি রাজ্যবাসীর। বৃষ্টির পূর্বাভাস থাকলেও মিলছে না স্বস্তি। তবে আগামী দুদিনের জন্য কোন রকম আশার বাণী শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী মঙ্গল ও বুধবার থাকবে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
চোটকে থোড়াই কেয়ার! মঙ্গলবারই শুটিংয়ে ফিরলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়
সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
হাওয়া অফিসের পূর্বাভাস, একদিকে দক্ষিণবঙ্গবাসী যখন গরমে হাঁসফাঁস করবে, তখন ভারি থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা রয়েছে। আর তার জেরেই আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১৩ ও ১৪ জুন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।