ব্যুরো নিউজ ৫ সেপ্টেম্বর: গাইঘাটার পাঁচপোতা ভাড়াডাঙা হাই স্কুলে ত্রাণ শিবিরে পল্লবীর মতো বহু পরিবার আশ্রয় নিয়েছে। নিম্নচাপের বৃষ্টিতে বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গাইঘাটা ব্লক এবং বনগাঁ পুরসভায় অনেকের বাড়িঘর ও খেতখামার জলমগ্ন। অনেকেই এখন ত্রাণ শিবিরে আছেন এবং জল নামার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।
বঙ্গোপসাগরের নিম্নচাপ ফের বাংলায় বৃষ্টির সম্ভাবনা!
এখনও জলের তলায় পুরো গ্রাম হবে না কোনো পুজো
বৃদ্ধ অশোক মল্লিক পরিবারসহ ত্রাণ শিবিরে আছেন। তিনি বলেন, ‘‘জলের তলায় বাড়িঘর। কাজ নেই, পুজোয় নতুন জামাকাপড় দিতে পারব না। জল কবে নামবে, সেই দিকেই তাকিয়ে রয়েছি।’’ত্রাণ শিবিরে থাকা সন্ধ্যা সাঁতরা জানান, ‘‘বাচ্চারা কান্নাকাটি করছে। নতুন পোশাক কিনতে পারলাম না। অঞ্জলি দিতে যাব না।’’বনগাঁ শহরের ঢাকাপাড়া এলাকায়ও জল জমে আছে। রাস্তায় হাঁটুজল, মানুষ নৌকায় চলাচল করছেন। তপন করের বাড়ি জলমগ্ন। তিনি ও তার পরিবার তাতে আটকে রয়েছেন। তপন বলেন, ‘‘জল পেরোতে হচ্ছে কাজের জন্য। নতুন জামাকাপড় হবে না। পুজোর সময় জলযন্ত্রণা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না।’
অলিম্পিক পদকজয়ী মনু ভাকের ভোটের মধ্য দিয়ে শুরু করেছেন নতুন যাত্রা!
এবারের পুজো যেন দুঃখের প্রতীক হয়ে উঠেছে। পরিবারের সদস্যরা ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন, পুজোর আনন্দ ফিকে হয়ে যাচ্ছে তাদের কাছে।