প্রতিবন্ধকতার

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর :দু’হাতের কব্জির উপরে অবধি কাটা থাকা সত্ত্বেও এক যুবক তার অদম্য সাহসের জন্য ‘সুপারহিরো’ তকমা পেয়েছেন। তিনি ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে সমাজমাধ্যমে সবার নজর কেড়েছেন। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কোনও বাধাই তাকে আটকাতে পারেনি। স্কুটির হ্যান্ডলে কাটা হাত বাঁধা অবস্থায়ও তিনি নিজের কাজে অটল রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা যাচ্ছে ডেলিভারি সংস্থার ইউনিফর্ম পরে পিঠে ব্যাগ নিয়ে এক রেস্তরাঁ থেকে বেরোচ্ছেন এই যুবক।

হলদিরাম এলাকায় জল জমার সমস্যা সমাধানের খোঁজে প্রশাসন

 ‘সুপারহিরো’ ডেলিভারি বয়ের গল্প

পাঞ্জাবে আন্তর্জাতিক মাদক চক্রের পর্দাফাঁস, ১০৫ কেজি হিরোইনসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

যদিও তার দু’হাত কাটা, কিন্তু তা নিয়ে তিনি একটুও চিন্তিত নন। স্কুটির হ্যান্ডলে থাকা একটি রবারের ব্যান্ডে কাটা হাতের সামনের অংশ বাঁধে, তারপর তিনি স্বাচ্ছন্দ্যে স্কুটি চালিয়ে যান। ওই ভিডিয়োটির শুটিং করছিলেন একটি বাইকে বসে থাকা এক তরুণ। তিনি যুবকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি স্কুটি চালাতে পারেন?’ যুবকটি মাথা নেড়ে হাসেন যা তার সাহসিকতার সাক্ষী দেয়। তরুণটি পরে বলেন, ‘আপনাকে দেখে খুব ভালো লাগছে।’

আলোর উৎসবে সুখবর, মেঘমুক্ত আকাশে ঝলমলে রোদ

ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর, এটি ব্যাপকভাবে দেখা যাচ্ছে নেটাগরিকদের প্রশংসার ঝড় উঠেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এমন নায়কদের প্রতি শ্রদ্ধা। এরা বাস্তব জীবনের সুপারহিরো। যারা শেখায় কীভাবে লড়াই করতে হয়।’ অন্য একজন লিখেছেন, ‘ঈশ্বর ওর মঙ্গল করুন। জীবনের সমস্ত প্রতিকূলতাকে অস্বীকার করে এগিয়ে চলেছেন। আপনাকে স্যালুট, স্যার।’

কয়েকজন উদ্বেগ প্রকাশ করেছেন যে, যুবকটি হেলমেট না পরে স্কুটি চালাচ্ছেন। একজন মন্তব্য করেছেন, ‘ওর সাহস এবং প্রচেষ্টাকে কুর্নিশ জানাই। তবে নিরাপত্তার জন্য হেলমেট পরা উচিত।’ এই ঘটনা আমাদের দেখিয়ে দেয়, জীবনের প্রতিকূলতা সত্ত্বেও, ইচ্ছা ও সাহসের সাথে এগিয়ে চলা সম্ভব।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর