ব্যুরো নিউজ, ৮ জুলাই: বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগে জট এবার কাটতে চলেছে। এবার সার্চ কমিটি গঠনে নির্দেশ দিল শীর্ষ আদালত। পাশাপাশি সার্চ কমিটির চেয়ারম্যান করার নির্দেশ দেয়া হয়েছে প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতকে। তিনি প্রত্যেক বিদ্যালয়ের জন্য আলাদা আলাদা সাব কমিটি গঠন করে দেবেন।
অস্ত্র নিয়ে আদালতচত্বরে দাপাদাপি! রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন
সার্চ কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের
সেই কমিটি মুখ্যমন্ত্রীর কাছে তিনজনের প্যানেলের সুপারিশ করবে বলে জানানো হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী সেই প্যানেলকে নিজের পছন্দমত সাজিয়ে রাজ্যপালের কাছে পাঠাবেন। মুখ্যমন্ত্রীর যদি কারো নামের ক্ষেত্রে কোন আলাদা মতামত থাকে তাহলেও সেটি তিনি লিখে পাঠাতে পারেন। অন্যদিকে রাজ্যপালেরও যদি কোন বক্তব্য থাকে তাহলে সুপ্রিম কোর্ট দুজনেরই বক্তব্য শুনবে বলে জানানো হয়েছে। তিনমাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে শীর্ষ আদালতের এই রায়ে খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেন, ‘গণতন্ত্রের জয় হয়েছে’।