ব্যুরো নিউজ, ২৪ মে : বৈষ্ণোদেবী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের একই পরিবারের সাতজনের। আহত হয়েছেন প্রায় ২০ জন। বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। হরিয়ানায় দিল্লি-জম্মু হাইওয়ের উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জ্বলছে বারমের! ৪৯ ডিগ্রীতে হিটস্ট্রোকে মৃত ৬, জারি তাপপ্রবাহের সতর্কতা
তীর্থক্ষেত্রে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার
জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে একই পরিবারের ৩০ সদস্য বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে মিনিবাসে করে যাচ্ছিলেন। বাসটি রাস্তায় একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহত হন ২৪ জন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে আরও ৪ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
বাসের এক যাত্রী সূত্রে খবর, হাইওয়েতে বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। সামনে বেশ কয়েকটি লরি দাঁড় করানো ছিল। হঠাৎ একটি লরি পেট্রোল পাম্পের দিকে ঘুরে যায়। বাসটিও তখন লড়াইটির সামনে চলে আসে। বাসের চালক ব্রেক কষলেও লাভ হয়নি। সেটি সজোরে গিয়ে লরি টিকে ধাক্কা মারে। আর তাতেই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক লরির চালক। পুলিশ সূত্রে খবর ঘাতক লরি টিকে বাজেয়াপ্ত করে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারই সন্ধানে চালাচ্ছে পুলিশ।




















