উর্বশী রাউতেলার 'দাবিডি দিবিডি' গানে অশালীন নাচ নিয়ে বিতর্ক তুঙ্গে

ব্যুরো নিউজ,১১ জানুয়ারি:নতুন বছরের শুরুতেই বিতর্কের মাঝে  চলে এলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ২ জানুয়ারি মুক্তি পায় তেলেগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এর গান ‘দাবিডি দিবিডি’। এই গানে উর্বশী ও ৬৪ বছর বয়সী অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের যৌথ নাচ দেখে রীতিমত শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কিছু সময়ের মধ্যেই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন, ‘‘এমন অশালীন নৃত্য কেন?’’ তাদের মতে, এই ধরনের নাচের মাধ্যমে সিনেমার শোভা বৃদ্ধি পায় না, বরং এটা দর্শকদের কাছে অবাঞ্ছিত মনে হচ্ছে।

বাংলাদেশে সাধারণ নির্বাচনের দাবি, কি করবেন ইউনূস?  

অত্যন্ত অপমানজনক

এই বিতর্কে যোগ দেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান (কেআরকে)। তিনি উর্বশীর নাচের সমালোচনা করে এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘এরা নাকি লজ্জা পায় না! তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এ ধরনের নাচ লজ্জার বিষয়। সিনেমার বদলে তারা নীল ছবি তৈরি করলে ভালো হতো।’’ এই মন্তব্যের পর উর্বশী চুপ না থেকে পাল্টা জবাব দেন, ‘‘যারা জীবনে কিছুই অর্জন করতে পারেননি, তারাই আবার অন্যদের সমালোচনা করেন!’’ তিনি আরও যোগ করেন, ‘‘আসল শক্তি কখনোই অন্যদের ছোট করার মধ্যে নয়, বরং নিজের কৃতিত্বের মধ্যে লুকানো থাকে।’’এছাড়া, নেটিজেনদের একাংশ আবার উর্বশীর নাচের কোরিওগ্রাফিরও তীব্র সমালোচনা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘‘এ ধরনের নাচের কোরিওগ্রাফি কীভাবে তৈরি হল! অভিনেতারা কীভাবে এসব করতে রাজি হন?’’ এবং আরো অনেকের মতে, ‘‘এমন অশালীন নাচের মাধ্যমে কি সত্যিই ছবির আয় বাড়ানো সম্ভব?’’ কেউ কেউ আবার মনে করেছেন, ‘‘এ ধরনের দৃশ্য মহিলাদের জন্য অত্যন্ত অপমানজনক।’’

২৫ বছর পর কহো না পেয়ার হ্যায় সিনেমার পুনঃমুক্তি ঃ আমিশা প্যাটেলের স্মৃতিচারণ , কি বললেন অভিনেত্রী?

এই বিতর্ক আরও কিছুটা উজ্জ্বল হয়ে উঠেছে, কারণ ছবির প্রচারের জন্য বা সাফল্যের জন্য এমন দৃশ্যের উপস্থিতি কি আদৌ প্রয়োজন ছিল, তা নিয়ে নতুন প্রশ্ন উঠে এসেছে। তবে এই বিতর্ককে কেন্দ্র করে উর্বশী নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং এক ধরনের আত্মবিশ্বাস দেখিয়েছেন, যা তাকে দর্শকদের কাছে আরও খোলামেলা করে তুলেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর