ব্যুরো নিউজ; ৩১ মার্চ : মালদহের মোথাবাড়ির সংঘর্ষ নিয়ে উত্তেজনা অব্যাহত। রবিবার এলাকা পরিদর্শনে যাওয়ার চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু মাঝপথেই তাঁকে আটকে দেয় পুলিশ। মোথাবাড়ির ১০ কিলোমিটার আগেই ব্যারিকেড দিয়ে বিজেপি নেতাদের পথরোধ করা হয়। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে প্রতিবাদ জানান সুকান্ত ও বিজেপি কর্মীরা।
সুকান্তর হুঁশিয়ারি— “পুলিশ হিন্দুদের সুরক্ষিত করুন”
পুলিশের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে সুকান্ত বলেন, “পুলিশকে বলছি, আপনারা হিন্দুদের সুরক্ষিত করুন। রাজীব কুমার আর মমতা আপনাকে রক্ষা করতে পারবে না। আপনাকেও জেলে যেতে হবে।”তিনি আরও বলেন, “আমরা লড়াই চালিয়ে যাব। আজ আটকে দিয়েছে, কিন্তু একদিন এই ব্যারিকেড ভেঙে নবান্নেও পৌঁছব।”
বাংলাদেশ স্বাধীনতা দিবসে মুজিবের নাম মুছে দেওয়ার চেষ্টা হোলো,মোদির চিঠিতে খোঁচা ইউনূসকে।
ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
প্রথম ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগিয়ে গেলে সাদুল্লাপুর এলাকায় আরও উঁচু বাঁশের ব্যারিকেড তৈরি করে পুলিশ। সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বিজেপি কর্মীরা অভিযোগ করেন, “মোথাবাড়িতে হামলার সময় পুলিশ কোথায় ছিল?”এক পুলিশ আধিকারিক জানান, “শান্তি বজায় রাখতে কোনও রাজনৈতিক নেতাকে মোথাবাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।” কিন্তু বিজেপির দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়।
IPL 2025: শুরু ২২ মার্চ, কোথায় কবে ম্যাচ, কীভাবে কিনবেন টিকিট?
“হিন্দুদের উপর অত্যাচার করছে পুলিশ”— অভিযোগ সুকান্তর
সুকান্ত অভিযোগ করেন, “পুরুষদের গ্রেফতার করা হচ্ছে, আর মহিলাদের উপর পুলিশ নির্যাতন চালাচ্ছে।” তিনি বলেন, বিজেপির মহিলা মোর্চা শিগগিরই এই অভিযোগ জাতীয় মহিলা কমিশনে জানাবে।
গুজরাটে ভেঙে পড়া উল্কার রহস্য উন্মোচন করল বিজ্ঞানীরা
রাম নবমীর প্রসঙ্গ টেনে ‘অপেক্ষা করতে’ বললেন সুকান্ত
সুকান্ত বলেন, “উত্তরপ্রদেশে রাম নবমীর সময় মুসলিমরা রাস্তার ধারে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায়। বাংলাতেও একদিন সেই দৃশ্য দেখা যাবে, শুধু ছাব্বিশ (২৬) পর্যন্ত অপেক্ষা করুন।”
তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ
মোথাবাড়ির ঘটনায় এখনও পর্যন্ত ৬১ জন গ্রেফতার হয়েছে এবং ১৯টি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কলকাতা হাইকোর্ট ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট চেয়েছে। বিজেপি জাতীয় তদন্ত সংস্থার (NIA) মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে



















