শর্মিলা চন্দ্র, ২১ মার্চ: বরাবরই খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন উরফি জাভেদ। তার অভিনব পোশাকি বরাবরই নজর কেড়েছে সকলের। কখনও কাঁচ দিয়ে তৈরি পোশাক, কখনও আবার ব্লেড কিংবা ছবি দিয়ে তৈরি জামা পরে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। আবার কখনও গায়ে জড়িয়েছে কেবল মাত্র কয়েকটি সুতো । যাকে বলে ছক ভাঙা ফ্যাশন। আর এবার গোটা সৌরজগৎকেই পোশাকে বন্দি করে ফেললেন উরফ।
সৌরজগৎ নিয়েই নাকি ঘুরছেন উরফি!
ভালবেসে অবলাদের রং মাখালে হতে পারে কড়া শাস্তি
উরফির ফ্যানেদের জন্য এবার বড় চমক। বড়পর্দায় ডেবিউ করছেন উরফি। তবে, তার আগে ওয়েব প্ল্যাটফর্মে নজর কাড়বেন। উরফির জীবনের ঘটনাকে নিয়েই তৈরি হচ্ছে ‘ফলো করলো ইয়ার’ । সেই সিরিজের ইভেন্টেই ফের অভিনব পোশাকে ধরা দিলেন এই ফ্যাশন ক্যুইন । সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন উরফি । যেখানে ব্ল্যাক ড্রেসে দেখা গিয়েছে তাঁকে। এই অব্দি ঠিক ছিল। চমক ছিল এর পরেই। আলো নিভতেই দেখা গেল তাঁর পোশাকের মধ্যে ঘুরছে সৌরজগতের গ্রহগুলি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। অনেকে প্রশংসা করে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। অনেকে আবার ট্রোল করতেও ছাড়েননি। সব মিলিয়ে উরফির এই নয়া লুক নজর কেড়েছে নেটিজেনদের।