ব্যুরো নিউজ, ৮ ডিসেম্বর: UPI নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর
UPI নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর। বাড়ানো হল লেনদেনের সীমা।
ডিসেম্বরেই দিল্লি যাবেন মমতা | মোদী-মমতা বৈঠকে বকেয়া জট কাটার সম্ভাবনা
নগদ অর্থের বদলে এখন অধিকাংশ মানুষই Google Pay, PhonPe, Paytm দিয়ে টাকা লেনদেন করতে সাচ্ছন্দ বোধ করে থাকেন৷ এক্ষেত্রে নগদ অর্থ পকেটে করে নিয়ে যাওয়ার কোনও বিষয় না থাকায় তা অনেকটাই কম ঝুঁকিপূর্ণ। আর UPI দিয়ে পেমেন্ট করার প্রক্রিয়াও অনেকটাই সহজ। তাই দিনে দিনে UPI ব্যবহারকারী মানুষের সংখ্যা বারছেও অনেক।
তবে মনেটারি পলিসির বৈঠকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) পেমেন্ট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ লেনদেনের সীমা বাড়ানোর কথা জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। সংশোধিত নিয়মে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপ্রদানের ক্ষেত্রে UPI সীমা লেনদেন প্রতি এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে৷ ইভিএম নিউজ