ব্যুরো নিউজ, ১ জুন : আজ শেষ দফার লোকসভা নির্বাচন। সেই মত চলছিল শেষ মুহূর্তের কাজ। বুথে বুথে ইভিএম মেশিল পৌঁছানো। ভোটের কর্মীরাও পৌঁছাচ্ছিলেন নিজেদের বুথে। তবে এর মধ্যেই ঘটে গেল বিপত্তি। হিটস্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন ২৩ জন হোমগার্ড।
ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে
উত্তরপ্রদেশের মির্জাপুরে চরম অস্বাস্থ্যকর আবহাওয়া। তাপমাত্রার পারদ প্রায় ৪৫ ডিগ্রী। এই অবস্থায় ভোটের কাজে ভোট কর্মীদের একটি দল মির্জাপুরের পলিটেকনিক মাঠ থেকে নিজেদের গন্তব্যে যাওয়ার পথে আচমকাই হোমগার্ডের সদস্যরা অসুস্থ হয়ে পড়ে যেতে থাকেন। তাঁদের অবস্থার অবনতি হলে হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।
এ বিষয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আরবি লাল জানিয়েছেন, যেই ২৩ জনকে ভর্তি করা হয়েছে তাঁদের সকলেরই জ্বর। পাশাপাশি, রক্তচাপ বেশি। এমনকি রক্তে সুগারের মাত্রাও বেশি। তাদের মধ্যে ব্রেন স্ট্রোকের লক্ষণও দেখা গিয়েছে। এই অবস্থায় জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ২ জনের অবস্থা আশঙ্কাজনক।