Supreme Court

পুস্পিতা বড়াল, ২০ মার্চ:লোকসভা নির্বাচন দোরগোড়ায়। সমস্ত রাজনৈতিক দল জোরকদমে প্রচার চালাচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাপিয়ে বেড়াচ্ছেন প্রচার ময়দানে। এবার সর্বোচ্চ আদালত নির্দেশ দিল, ১০ জুলাই পর্যন্ত কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জেরার জন্য দিল্লিতে তলব করবে না। স্বাভাবিকভাবেই অভিষেক এই নির্দেশে স্বস্তিতে আছেন।

স্বাভাবিকভাবেই স্বস্তিতে অভিষেক

'Until July 10 summon Abhishek' order of the Supreme Court!

এবার আয়কর আধিকারিকদের র‍্যাডারে স্বরূপ বিশ্বাস

এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এদিন জানান, এই সময় তিনি ব্যস্ত থাকবেন লোকসভা নির্বাচনের প্রচারে। ফলে তাঁকে দিল্লিতে তলব না করার প্রসঙ্গটি উত্থাপন করেন তিনি। এরপরেই এই প্রসঙ্গে ED-র আইনজীবী এস ভি রাজু বলেন, ‘লোকসভা নির্বাচনের কারণে এই সময় দিল্লিতে তলব করা হবে না অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে।’

অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১০ জুলাই পর্যন্ত ED দিল্লিতে তলব করতে পারবে না জেরার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এদিন আর্জি জানান, ‘তাঁকে নির্বাচনের পর তলব করার জন্য।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর