গঙ্গার নীচ দিয়ে ছুটল প্রথম মেট্রো, টিকিটের লাইন সামাল দিতে নাজেহাল মেট্রো কর্তৃপক্ষ
আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হল হাওড়া ময়দান মেট্রো
ব্যুরো নিউজ, ১৫ মার্চ, পুস্পিতা বড়াল: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার সকালেই এল সেই শুভক্ষণ। দেশে এই প্রথমবার গঙ্গার নীচ দিয়ে মেট্রো ছুটে চলল। আজ গঙ্গার নীচ দিয়ে প্রথম মেট্রো চলাচল শুরু হল যাত্রী সহযোগে। ইতিহাসের পাতায় নাম উঠল কলকাতা মেট্রোর। বেজায় খুশি যাত্রীরা।
গঙ্গার নীচ দিয়ে ছুটল প্রথম মেট্রো, টিকিটের লাইন সামাল দিতে নাজেহাল মেট্রো কর্তৃপক্ষ
মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Samsung Galaxy F15 5G বনাম Redmi 13C 5G: 13,000 টাকার নীচে সেরা ফোন কোনটি?
আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হল হাওড়া ময়দান মেট্রো। বহু সংখ্যায় মানুষ হাওড়া ময়দান মেট্রো স্টেশন গেটের সামনে ভিড় করে ছিলেন ভোর রাত থেকেই। কখন গেট খুলবে সেই অপেক্ষার প্রহর গুনতে থাকেন সকল যাত্রীরা। এরপর গেট খোলার সঙ্গে সঙ্গেই তাঁরা ভেতরে প্রবেশ করেন ও লাইনে দাঁড়িয়ে পড়েন টিকিট নেওয়ার জন্য।
বহু শহরবাসী গঙ্গার নীচ দিয়ে যাওয়া মেট্রোর প্রথম টিকিট কেটে যাত্রার সাক্ষী হতে চেয়েছেন। এই প্রসঙ্গে এক স্কুল ছাত্রী জানিয়েছেন, ‘প্রায় রাত জেগেই অপেক্ষায় ছিলাম। এখানে এসে টিকিট নিয়ে যাতে প্রথম মেট্রোটা চড়তে পারি, তার অপেক্ষায় ছিলাম। আজ গঙ্গার নীচ দিয়ে প্রথম এই মেট্রো যাত্রী হয়ে খুবই ভালো লাগছে।’