ব্যুরো নিউজ, ১৭ মে : ভোটের মাঝেই ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল উপত্যকা। নিরাপত্তরক্ষীর গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গী। সেনা সূত্রে খবর, জঙ্গি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কুপওয়ারা জেলায় ঢোকার চেষ্টা করছিল। গোয়েন্দা সংস্থা সেই জানতে পেরে তাদের অনুপ্রবেশের ছক বানচাল করে দেয়।
রাজা চার্লস-এর প্রতিকৃতি ঘিরে বিতর্ক! দৈত্যের সঙে তুলনা!
নিয়ন্ত্রণরেখা পেড়িয়ে জেহাদিদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল
জেহাদিদের নাশকতার ছক বানচাল করতে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলে তারা। এলাকা ঘিরে তল্লাশি চালায় সেনা। তখনই জওয়ানদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি। জওয়ানদের তল্লাশির সময় দুটি পিস্তল, গোলাবারুদ ও বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে জওয়ানরা।
উল্লেখ্য গত মাসেই জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বারামুল্লা জেলায় অনুপ্রবেশর চেষ্টা করেছিল। কিন্তু তখনও সেনা তাদের সেই পরিকল্পনা বানচাল করে। জওয়ানদের সঙ্গে জেহাদিদের বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ে নিকেশ হয় এক জঙ্গি। এরও কিছুদিন আগে সেনা ও পুলিশের যৌথবাহিনীর অভিযানে নিকেশ হয়েছিল তিন লস্কর জঙ্গি। এর মধ্যে লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কমান্ডার বাসিত দারও ছিল। বাসিতের সঙ্গেই তার সহযোগী মোমিন মীর-সহ আর এক জঙ্গি নিকেশ হয়েছিল। বিভিন্ন রাজ্যের মতোই জন্মু ও কাশ্মীরে নির্বাচন চলছে। সেই নির্বাচনকে পন্ড করতেই জঙ্গিরা এই ধরনের চেষ্টা চালাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।