Tuono 660, Tuareg 660

ব্যুরো নিউজ, ৮ এপ্রিল: Piaggio এই মাসে তাদের এপ্রিলিয়া বড় বাইকের একটি রেঞ্জ লঞ্চ করার পরিকল্পনা করছে। কোম্পানি 16 এপ্রিল তার পুরো বড় বাইক লাইন-আপের 2024 রেঞ্জ লঞ্চ করবে বলে জানিয়েছে।

RS660 মডেলের এক্স-শোরুম দাম রাখা হয়েছে 13,39,300 টাকা

Advertisement of Hill 2 Ocean

2024 RS660, Tuono 660, Tuareg 660 মডেলের দাম

ব্র্যান্ডের পাঠানো সূত্র অনুযায়ী, এই লঞ্চ ইভেন্টে তাদের পরবর্তী প্রজন্মের উচ্চ-পারফরম্যান্স সুপারবাইক দেখানো হবে। মজার ব্যাপার হল, Tuareg-এর দাম ইতিমধ্যেই পরিবর্তন হয়ে গেছে এবং এই দামগুলি এই অ্যাডভেঞ্চার বাইকটিকে সেগমেন্টে সবচেয়ে ব্যয়বহুল করে তুলেছে। Tuareg 660 তিনটি রঙের মধ্যে পাবেন, যার দুটি রঙের দাম 18.85 লাখ টাকা এবং ডাকার পেইন্ট স্কিমের দাম রাখা হয়েছে 19.16 লাখ টাকা (এক্স-শোরুম)। অপরদিকে, RS660 মডেলের
এক্স-শোরুম দাম রাখা হয়েছে 13,39,300 টাকা।

মার্কেটে পা রাখতে চলেছে আশ্চর্যজনক AI বৈশিষ্ট্যসহ স্কুটার! রয়েছে দুর্ধর্ষ ফিচারসও!

Tuareg 660 মডেলের প্রতিদ্বন্দ্বী কারা?

সম্প্রতি লঞ্চ হওয়া Suzuki V-Strom 800 DE এবং Honda XL750 Transalp এবং আরও দামী BMW F850GS-এর মতো বাইকগুলির সঙ্গে দমদার প্রতিযোগীতা চলবে Tuareg 660 মডেলের। তবে একথা ঠিক, Tuareg 660 মডেলের বর্তমান মূল্য 18.85 লক্ষ টাকা আর এই দামে এই অ্যাডভেঞ্চার বাইকটি ক্রেতাদের কাছে খুব বেশি সাশ্রয়ী হবে না। আপনাদের জানিয়ে রাখি, RS660 মডেলটি প্রথম ভারতে 2021 সালে লঞ্চ করা হয়েছিল এবং তারপর থেকে কোম্পানিটি খুব কম দামে কোনো ইউনিটই বিক্রি করেনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর