Trinamool's call for 24-hour bandh at Dinhatta

ব্যুরো নিউজ, ২০ মার্চ: বৃষ্টি ভেজা সকাল থেকেই বনধ দিনহাটায়। আজ সকাল ৬ টা থেকে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত চলবে বন্ধ।

দিনহাটায় শাসক-বিরোধী দ্বন্দ্বের জের

Advertisement of Hill 2 Ocean

যতই এগিয়ে আসছে লোকসভা নির্বাচন ততই যেনও উত্তপ্ত হচ্ছে কোচবিহারের দিনহাটার আবহাওয়াও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। কিন্তু তা মানতে নারাজ শাসকদল।

রেলকর্মীদের সাহায্যে ট্রেনের মধ্যেই জন্ম হলো এক ফুটফুটে সন্তানের! প্রশংসায় পঞ্চমুখ রেলযাত্রীরা!

জানা গিয়েছে, মঙ্গলবার ভোটের প্রচার সেরে ফিরছিলেন নিশীথ প্রামাণিক। সেই সময় মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন হচ্ছিল। এরপরেই অভিযোগ ওঠে নিশীথ প্রামানিকের কনভয় ওই এলাকায় পৌছতেই তার কনভয় ঘিরে ফেলা হয়, হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে নিশীথ প্রামাণিকের দেহরক্ষীরা লাঠিচার্জ করে।

এরপরই নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর হাতাহাতির ঘটনায় ফের পারদ চড়তে শুরু করে। তাদের হাতাহাতিতে কার্যত পড়ে গিয়ে মাথা ফাটে এসডিপিও ধীমান মিত্রর। এই ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি। পথে বসে রাস্তা অবরোধ করে তারা। এরপরই পাল্টা প্রতিবাদ করে তৃণমূল। প্রতিবাদ স্বরূপ আজ থেকে আগামী ২৪ ঘটার বনধের ডাক দেয় তৃণমূল।

মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

বনধের জেরে আজ সকাল থেকেই বন্ধ দোকানপাট। মূলত শুনশান রাস্তা। আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত চলবে বনধ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর