ব্যুরো নিউজ,২৪ আগস্ট:বেআইনি টাকা তুলতে গিয়ে পুলিশের জালে ধরার পড়ল তৃণমূলের শ্রমিক সংঘের এক নেতার ছেলে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে পানিকৌড়িতে। বৃহস্পতিবার রাতে সেখানে ৭২৭ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজায় একটি পশু বাহির ট্রাককে থামিয়ে রাহুল আলি নামে এক যুবক টাকা দাবি করে। সেই সময় ট্রাক চালক তার সমস্ত বৈধ কাগজপত্র দেখালেও তা মানতে রাজি ছিল না রাহুল। একই সঙ্গে সে কাজ করত ওই টোল প্লাজায় পাশাপাশি তোলাবাজির কাজটাও চালিয়ে যাচ্ছিল করিৎকর্মা রাহুল। এরপরেই ওই ট্রাক চালক থানায় অভিযোগ দায়ের করলে রাহুল আলিকে গ্রেফতার করে পুলিশ।
ছেলে নির্দোষ ,সাফাই বাবার
RG Kar case:ধামাচাপা দেওয়ার চেষ্টা? এবার সুপ্রিম নজরে এক মহিলা, কে তিনি?
তার বাবা সুলেমান মহম্মদ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি -র রাজগঞ্জ ব্লকের সভাপতি। তিনি অবশ্য দাবি করেছেন তার ছেলে এইসব কাজ করতে পারে না। চালক অভিযোগ করে তাকে শুধু হেনস্থাই করেনি হুমকির পাশাপাশি টাকা না দেওয়ায় তার ট্রাক আটকে দেয় রাহুল। করিৎকর্মা রাহুলের বাবা জানিয়েছেন যে রাহুল সে সময় টোল প্লাজায় কাজে ব্যস্ত ছিল তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তবে স্থানীয় মানুষজনের অভিযোগ বহুদিন ধরেই টোল প্লাজায় চাকরির পাশাপাশি টাকা তোলার কাজ চালিয়ে যাচ্ছিল রাহুল । তার পেছনে মদত ছিল বাবা সুলেমান মহম্মদের। তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার সূত্রে রাহুলকে কেউ চ্যালেঞ্জ করতে সাহস পেত না। ফলে ওই টোল প্লাজায় যেমন ডন গিরি করত তেমনি এলাকায় তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল বলে অভিযোগ স্থানীয় মানুষ জনের।