Today's weather of west bengal

ব্যুরো নিউজ, ১৪ এপ্রিল : আবহাওয়ার পরিবর্তন হবে। আজ পয়লা বৈশাখ থেকেই। এবার পালা তাপমাত্রা বাড়ার। পারদ ধীরে ধীরে উর্দ্ধমুখী হবে। তবে বাংলার বেশ কয়েক জেলায় এরই মাঝে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও অংশে হতে পারে হালকা বৃষ্টি।

বার্নভিটার মত পানীয়কে আর ‘হেলথ ড্রিংকস’ বলে চালানো যাবে না | নির্দেশিকা সরকারের 

 

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

শহর কলকাতায় আজ পয়লা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আজ থেকেই গরম ও অস্বস্তি আরও বাড়বে। তবে শহর কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও আপাতত নেই।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে পয়লা বৈশাখে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহে, জলপাইগুড়িতে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে আগামী সপ্তাহে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের ৫ জেলা ছাড়া আজ বাকি সমস্ত জেলায় আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর সোমবারও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি থাকতে পারে বৃষ্টি। আজ বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে দিঘা-সহ পূর্ব মেদিনীপুরে রয়েছে অধিক বৃষ্টির সম্ভাবনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর