tmc clash

ব্যুরো নিউজ, ৯ জুন : লোকসভা নির্বাচনে বাংলায় ‘সবুজ ঝড়’! ৪২ আসনের মধ্যে ২৯ টা তেই ঘাসফুল ফুটেছে। তবে চারিদিকে ‘জয় বাংলা’র শ্লোগান শোনা গেলেও, কি হাল রাজ্যের এই সাত তৃণমূল হেভিওয়েট মন্ত্রীর?

লোকসভার স্পিকার পদে কে? ওম বিড়লা নাকি নয়া মুখ?

সামনে ২০২৬-এ বিধানসভা নির্বাচন। এখন সেই দিকেই নজর সব রাজনৈতিক দলের। তবে, তার আগে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নিজেদের বিধানসভাতেই হার তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রীদের।

রাজ্যের মন্ত্রী এবং দলের মুখপাত্রও তিনিই। তবে এবারের লোকসভা ভোটে নিজের কেন্দ্র শ্যামপুকুরেই হেরেছেন শশী পাঁজা।  নিজের বিধানসভা এলাকাতেই হেরেছেন প্রায় ১৬০০ ভোটে।

BJP Helpline

এদিকে নিজের কেন্দ্রে হেরেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুও। সেই তালিকায় রয়েছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সত্যজিৎ বর্মন, তাজমুল হোসেনও। আর সেই তালিকায় অন্যতম নাম কারা মন্ত্রী অখিল গিরি। রামনগর বিধানসভা কেন্দ্রে ৯ হাজার ভোটে হেরেছেন অখিল গিরি। এদিকে পরাজিত হয়েছেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। নিজের পাশকুঁড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকেই প্রায় ২ হাজার ৭২১ ভোটে হেরেছেন বিপ্লব রায়চৌধুরী।

এমনকি কংগ্রেসের কাছে হারতে হয়েছে রাজ্যের আরেক মন্ত্রী মালদহের সাবিনা ইয়াসমিনকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর