ব্যুরো নিউজ, ১৮ মে: ভরতপুরে প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ।
NRS এ জাল ওষুধ! ওষুধ প্রস্তুতকারী সংস্থার রিপোর্টে পর্দা ফাঁস
শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সম্পাদক আজহারউদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই বোমাবাজি হয়।
ভরতপুরের বর্তমান এবং প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির অনুগামী গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। আর সেই বচসার জেরেই শুরু হয় বোমাবাজি। এই ঘটনায় দু’পক্ষের পাঁচ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ। দুই পক্ষের দ্বন্দ্বে বোমাবাজিতে আহত হন এক পুলিশকর্মী। ঘটনায় এলাকায় উত্তেজনা ছরালে মোতায়েন করা হয় পুলিশবাহিনী।
অভিযোগ, হরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সম্পাদক আজহারউদ্দিন সিজারের বাড়িতে বোমাবাজির পর তার কয়েকজন অনুগামী তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর লোকেদের লক্ষ্য করে বোমা ছোড়ে। প্রসঙ্গত, আজহারউদ্দিন সিজার জেলা সম্পাদক নির্বাচিত হওয়ার আগে ভরতপুর–২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পদে ছিলেন। ২০২২ সালে মুস্তাফিজুর রহমান ব্লক সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর থেকেই দু’জনের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি হয়।