Malda Shramashri

ব্যুরো নিউজ ২৫শে আগস্ট ২০২৫ : মালদার কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের শ্রমশ্রী প্রকল্পে আবেদন প্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য চালু এই প্রকল্পে আবেদনের জন্য প্রতিটি আবেদনকারীর কাছে ২০০ টাকা করে চাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এর পরেই পঞ্চায়েতের পক্ষ থেকে আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়, যার ফলে বিপাকে পড়েছেন বহু শ্রমিক এবং তাঁদের পরিবার। এই ঘটনায় এলাকায় বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভাইরাল ভিডিও ও অভিযোগ

শ্রমিকদের অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য নোডাল অফিসার পাঠানো হয়েছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, বেশিরভাগ শ্রমিক বাইরে থাকায় তাদের পরিবারের লোকজনের যাতে আবেদন করতে সমস্যা না হয়, সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে অভিযোগ করা হয় যে এই আবেদনের জন্য প্রত্যেক আবেদনকারীর কাছ থেকে ২০০ টাকা করে চাওয়া হচ্ছে। এর জেরেই পঞ্চায়েত দ্রুত আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেয়।

SSC Recruitment scam : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়াল তৃণমূলের আরেক মন্ত্রীর নাম , রাজ্যপাল দিলেন তদন্তের অনুমোদন

শ্রমিকদের দুর্ভোগ ও বিক্ষোভ

আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় পরিযায়ী শ্রমিকদের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। তাঁদের দাবি, তাঁরা দিনমজুরির কাজ করে সংসার চালান। কীভাবে ব্লকের অফিসে গিয়ে আবেদন করতে হয়, তা তাঁদের জানা নেই। পঞ্চায়েত থেকে যে ব্যবস্থা করা হয়েছিল, তাতে তাঁদের সুবিধা হচ্ছিল। তাঁদের দাবি, কোনও টাকা চাওয়া হয়নি এবং তাঁদের কাছে কেন এই প্রক্রিয়া বন্ধ করা হল, তা স্পষ্ট নয়। তাই তাঁরা অবিলম্বে আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করার দাবিতে বিক্ষোভ দেখান।

Suvendu vs Mamata : নির্বাচন কমিশনের SIR বনাম পশ্চিমবঙ্গের উদ্বেগ: অবৈধ ভোটার এবং পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ

রাজনৈতিক চাপানউতোর

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পঞ্চায়েত প্রধানের স্বামীর দাবি, কংগ্রেস এবং সিপিএম চক্রান্ত করে এই ভিডিও ভাইরাল করেছে তাঁকে বদনাম করার জন্য। তাই তিনি সাময়িকভাবে আবেদন প্রক্রিয়া বন্ধ রেখেছেন। এলাকার মানুষ লিখিত আবেদন দিলে ফের প্রক্রিয়া চালু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, বিরোধীদের দাবি, এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে। তাঁদের অভিযোগ, ওই এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠী রয়েছে এবং একটি গোষ্ঠী চাইছে পরিষেবা ব্যাহত হোক। এটি তারই ফল। বিরোধীরা গোটা বিষয়টিকে ‘কাটমানি’ এবং তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের ফল হিসেবে দেখছেন। সমগ্র ঘটনাটি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর