Nadia BJP worker injured

ব্যুরো নিউজ, ১৫ জুন: ভোট মিটতেই দিকে দিকে ভোট পরবর্তী হিংসার খবর শিরোনামে এসেছে। বিজেপি কর্মীদের মারধর, বাড়ি, কার্যালয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে একাধিক জায়গায়। আর এবার ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দিনহাটা। সেখানে এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।

রেস্তোরাঁ কান্ডে আরও বিপাকে সোহম চক্রবর্তী

দিনহাটা ২ নম্বর ব্লকের নিগম নগর এলাকায় বাপ্পা বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ, বিজেপি করার জন্যই বাড়িতে হামলা চালানো হয়। এমনকি বাড়িতে থাকা তাঁর স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা। তাঁর ওপরও অত্যাচার মারধর করে তৃণমূলের দলবল। এমনকি ওই মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে।

BJP Helpline

ঘটনায় অসুস্থ হয়ে পড়ে ওই মহিলা। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই বাপ্পা বিশ্বাস নামে ওই বিজেপি কর্মী অভিযুক্তদের নাম উল্লেখ করে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।

তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্যের বক্তব্য, বিজেপি কর্মীরা নিজেরা এইসব করে নাটক করছে এবং আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে। তৃণমূল এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর