তিরুপতি মন্দিরে

ব্যুরো নিউজ ২০ নভেম্বর : অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। মন্দিরে আর কাজ করতে পারবেন না অহিন্দু কর্মীরা। সোমবার তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) মন্দিরের পরিচালন বোর্ড এই সিদ্ধান্তে সিলমোহর দেয়। সিদ্ধান্ত অনুযায়ী অহিন্দু কর্মীদের হয় অন্যত্র বদলি করা হবে নয়তো স্বেচ্ছাবসরে পাঠানো হবে।

শহরের কোলাহল থেকে দূরে গিয়ে এবার অবশ্যই ঘুরে আসুন দার্জিলিং এর ছোট্ট গ্রাম তিনচুলে

মন্দিরে অহিন্দু কর্মীদের উপস্থিতি নিয়ে আপত্তি সনাতনী সমাজ

তিরুমালা তিরুপতি দেবস্থানমের নিয়ম অনুযায়ী মন্দিরের কাজে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই নিযুক্ত হতে পারেন। তা সত্ত্বেও বর্তমানে প্রায় সাত হাজার কর্মচারীর মধ্যে অন্তত ৩০০ জন অহিন্দু কর্মরত রয়েছেন। তাদের নিয়েই দীর্ঘদিন ধরে আপত্তি উঠছিল। এই বিতর্কের নিষ্পত্তি করতেই বোর্ড এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মটি বহুদিনের পুরনো। কিন্তু এতদিন সঠিকভাবে কার্যকর করা হয়নি এবার তা বাস্তবায়িত হবে। কর্মচারী সংগঠনগুলিও এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি। বোর্ডের এই পদক্ষেপে সমর্থন জানিয়েছে মন্দিরের সেবায় যুক্ত হিন্দু সংগঠনগুলি।মন্দিরে অহিন্দু কর্মীদের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিল সনাতনী সমাজ। বিশেষত চন্দ্রবাবু নায়ডু এবং বিজেপির জোট সরকার ক্ষমতায় আসার পর এই দাবি জোরালো হয়ে ওঠে। সম্প্রতি টিটিডি-র নতুন চেয়ারম্যান বিআর নায়ডু দায়িত্ব নেওয়ার পর এই প্রক্রিয়া আরও দ্রুত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

নির্বাচনের সময় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ৮৫৮ কোটি টাকা বাজেয়াপ্ত, রেকর্ড পরিমাণ বৃদ্ধি বাজেয়াপ্তর পরিমাণ

এর আগে তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্ক নিয়েও তোলপাড় হয়েছিল। অভিযোগ ওঠে যে মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি ও মাছের তেল ব্যবহার করা হয়েছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়। এই বিতর্কের পর মন্দিরের ব্যবস্থাপনা আরও কড়া হয়।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর