Cylinder

ব্যুরো নিউজ ১ আগস্ট : নতুন মাসের শুরুতেই গ্যাসের দামে স্বস্তির খবর — তবে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য। ১ অগস্ট থেকে দেশজুড়ে কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। অয়েল মার্কেটিং সংস্থাগুলি ঘোষণা করেছে, ১৯                                             কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা কমানো হয়েছে। এর ফলে হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে রান্নার খরচ কিছুটা কমবে।

ব্যবসায়িক স্বস্তি

কলকাতায় বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের দাম জুলাই মাসে ছিল ১৭৬৯ টাকা। এখন তা কমে দাঁড়িয়েছে ১৭৩৬ টাকা। আগের মাস ১ জুলাইতেও ৫৮.৫০ টাকা কমানো হয়েছিল এই সিলিন্ডারের দাম। অর্থাৎ পরপর তিন মাস ধরে বাণিজ্যিক গ্যাসের দামে কাটছাঁট চলেছে।

Employee Leave : কর্মীদের জন্য সুখবর! ব্যক্তিগত কারণে ৩০ দিনের ছুটিতে অনুমোদন কেন্দ্রের !

তবে সাধারণ পরিবারের রান্নার খরচে কোনও হেরফের হয়নি। ১৪.২ কেজির ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বহু পরিবারের প্রত্যাশা ছিল গ্যাসের দাম কিছুটা কমবে, কিন্তু সেই আশা অপূর্ণই রয়ে গেল।

এখনও পর্যন্ত ১৪ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১,০০০ টাকার আশপাশে থাকছে, যা মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারের জন্য যথেষ্ট চাপের। শুধুমাত্র রেস্তোরাঁ, হোটেল এবং ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহারযোগ্য ১৯ কেজির সিলিন্ডারেই মিলেছে দামের ছাড়।

Kolkata : পাটনায় খুন, কলকাতায় আশ্রয়: পশ্চিমবঙ্গে বাড়ছে ‘অপরাধীদের আশ্রয়’ ! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কিছুটা কমায় এর প্রভাব পড়ছে বাণিজ্যিক সিলিন্ডারের উপর। কিন্তু ভোটমুখী বছরে ভর্তুকিহীন গ্যাসে কোনও পরিবর্তন না এনে সরকার হয়তো সাবধানী নীতি নিচ্ছে।

এই পরিস্থিতিতে মধ্যবিত্তদের মুখে হতাশা স্পষ্ট। পরপর তিন মাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও, সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনও পদক্ষেপ না থাকায় অসন্তোষ বাড়ছে। এখন দেখার বিষয়, আগামী মাসগুলিতে এই ধারা বদলায় কিনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর