Loksabha 2024 Re-Poll

শর্মিলা চন্দ্র, ২১ মার্চ: ভোটের মুখে ফের তৎপর কমিশন। সরানো হল চার জেলাশাসককে।

বরফের কোলে প্রি ওয়েডিং ফটোশুট করতে গিয়ে মৃত্যুর মুখে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার!

Advertisement of Hill 2 Ocean

লোকসভা ভোটে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নির্বাচন কমিশন। একের পর এক প্রশাসনে রদবদল ঘটাচ্ছে কমিশন। প্রথমে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অপসারণ। এবার বাংলার ৪টি জেলার জেলা শাসকদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কমিশন। এই ৪টি জেলা হল – পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান। যে ৪ জন জেলা শাসককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন – পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক তানভির আফজল, ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল অগ্রওয়াল, বীরভূমের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি এবং পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধানচন্দ্র রায়। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই ৪ জেলার জেলাশাসকেরা কেউই আইএএস অফিসার নন। তাঁরা ৪ জনই ডব্লুবিসিএস থেকে পদোন্নতি পেয়ে আইএএস হয়েছেন। তাই তাঁদের জেলাশাসক পদ থেকে সরানো হল।

২৪ ঘণ্টা পার! এখনও কীসের খোঁজে মন্ত্রীর ভাইয়ের বাড়িতে IT কর্তাদের তল্লাশি?

এই চার জেলার পাশাপাশি গুজরাতের ছোট উদয়পুর এবং আহমেদাবাদ গ্রামীণের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। পঞ্জাবের পাঠানকোট, ফাজিলকা, জলন্ধর গ্রামীণ ও মালেরকোটা জেলার এসএসপি-কে বদলি করা হয়েছে। ওড়িশার ধেনকানালের জেলাশাসক ও দেওগড় ও কটক গ্রামীণের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এছাড়াও একাধিক রাজ্যে জেলাশাসক, পুলিশ সুপারদেরও বদলি করেছে কমিশন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর