telengana chemical blast

ব্যুরো নিউজ, ৩ এপ্রিল : তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। আহত প্রায় ১০। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

কেরলের ওয়ানাড কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী, প্রতিপক্ষ জোট সঙ্গী!

বুধবার সাঙ্গারেড্ডি জেলার একটি রাসায়নিক কারখানায় একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বিস্ফোরণের পর বেশ কিছু ভিডিয়ো ফুটেজে দেখা গেছে রাসায়নিক কারখানাটি দাউদাউ করে জ্বলছে। ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। বিস্ফোরণের ঘটনায় কারখানার ম্যানেজারের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অনুমান। বিস্ফোরণের জেরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পরে যাতে আরো বড় বিপদ না ঘটে তারজন্য প্রশাসনের তরফে দ্রুত এলাকা খালি করে দেওয়া হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর