ব্যুরো নিউজ, ১২ জুন: ভারতে দ্রুত গতির ইন্টারনেট আনছে টাটা। ১৫০০০ কোটি টাকার চুক্তি। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL-এর সঙ্গে যৌথ উদ্যোগে ভারত জুড়ে ৪জি নেটওয়ার্ক স্থাপন করতে চলেছে টাটা।
নয়া সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন ঘোষণাটাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS- এর সঙ্গে বিএসএনএল-এর ১৫,০০০ কোটি টাকার চুক্তি হয়েছে। ভারত জুড়ে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা শুরু করতে চলেছে বিএসএনএল। ৪জি- ৫জি পরিষেবা দেওয়ার জন্য একটি নেটওয়ার্ক তৈরি করছে। বিএসএনএল জানিয়েছে, তারা খুব শীঘ্রই সেই পরিষেবা শুরু করতে চলেছে।
টিসিএস ইতিমধ্যেই ভারতে চার জায়গায় তাদের ডেটা সেন্টার স্থাপন করছে। BSNL-এর এখনও পর্যন্ত ১ লক্ষ জায়গায় ৪জি নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ৪জি পরিষেবা দিতে ৯,০০০ টাওয়ার বসানো হয়েছে। ভবিষ্যতে যাতে ৫জি পরিষেবা দেওয় যায় সেই ভাবেই নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এও জানা যাচ্ছে, চলতি বছরের অগস্ট মাসেই সারা দেশে ৪জি পরিষেবা চালু করতে পারে বিএসএনএল।