ব্যুরো নিউজ, ১১ জুন : কেন্দ্রে তৃতীয়বার সরকার গঠন করার পরেই বড় সিদ্ধান্ত এনডিএ সরকারের। এবার রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের। ১০ হাজার ৫১৩ কোটি টাকা দিয়েছে পশ্চিমবঙ্গকে। ২৫ হাজার ৬৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে উত্তরপ্রদেশের জন্য। ১০ হাজার ৯৭০ কোটি টাকা পাচ্ছে বিহার।
জম্মু-কাশ্মীরে পুণ্যার্থীদের উপর জঙ্গিহানায় ‘ক্ষুব্ধ’ টলিপাড়া
তৃতীয়বার ক্ষমতায় এসে উন্নয়নে টার্গেট এনডিএ-র
এবার কেন্দ্র রাজ্যগুলিকে যে টাকা অনুদান দিল তাতে ১০ জুন পর্যন্ত বরাদ্দ করা হল ২ লক্ষ ৭৯ হাজার ৫০০ কোটি টাকা। ২০২৪ এর জুন মাস পর্যন্ত করবাবদ যে টাকা আয় হয়েছে সেই টাকা থেকেই রাজ্যগুলিকে কিস্তির টাকা দেয়া হলো বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত একটি কিস্তির টাকাও দেওয়া হবে বলেও জানিয়েছে অর্থমন্ত্রক। সুতরাং কেন্দ্রের তরফে চলতি মাসে রাজ্যগুলিকে ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ টাকা অনুদান দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের উন্নয়নমূলক কাজগুলিও যেমন দ্রুত সম্পন্ন হবে, তেমন কেন্দ্র খরচের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে বলেও দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের।