
ট্যাক্সি পেতে আর হয়রানি নয় | চালু হলো যাত্রীসাথী অ্যাপ
রাজীব ঘোষ, ১৮ অক্টোবর: ট্যাক্সি পেতে আর হয়রানি নয় | চালু হলো সরকারি অ্যাপ ট্যাক্সি ডেকে গন্তব্যের কথা জানাতেই সটান জবাব দিলেন ট্যাক্সিচালক, না! যাব না! কেন যাবেন না? প্রশ্ন করতেই উল্টে ঝাঁঝিয়ে উঠে বললেন, যেতে পারি, ১০০ টাকা বেশি লাগবে বা ৫০ টাকা বেশি লাগবে। এই সমস্যা দীর্ঘদিনের। রাস্তায় বেরিয়ে এরকম ধরনের সমস্যায় পড়েননি এরকম মানুষের খোঁজ পাওয়া মুশকিল।