
WPL-2025ঃ রিচা-পেরির দুর্দান্ত পারফরম্যান্সে আরসিবির দুর্দান্ত জয়
ব্যুরো নিউজ,১৫ ফেব্রুয়ারি :ক্রিকেটে একটা পুরনো প্রবাদ আছে, “ক্যাচ ফস্কালে হাতছাড়া হয় ম্যাচও।” ডব্লিউপিএলের তৃতীয় সংস্করণের উদ্বোধনী ম্যাচে গুজরাত জায়ান্টস সেই প্রবাদটি পুরোপুরি প্রমাণিত করল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এলিস পেরি এবং রিচা ঘোষের ক্যাচ ফস্কানোর কারণে গুজরাত জায়ান্টসকে ম্যাচ হাতছাড়া করতে হলো। পেরি এবং রিচার দাপটে গুজরাত জায়ান্টস নিশ্চিত জয় থেকে অনেক দূরে চলে যায়। রিচা ঘোষের দুরন্ত ব্যাটিংয়ে WPL-2025