
ডেকে খুন প্রেমিককে! অভিযোগের তির প্রেমিকার দিকে
জাহাঙ্গীর বাদশা, ২৩ ফেব্রুয়ারিঃ দীর্ঘ তিনবছরের প্রেম। দুই পরিবারই বিয়ের ব্যাপারে নিশ্চিত ছিল। কিন্তু বলা নেই কওয়া হঠাৎই বিপত্তি। লেখাপড়া করতে পুনেতে যাওয়া প্রেমিককে মাসতিনেক আগে প্রেমিকা জানাল, গ্রামেরই অন্য একটি ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। অতএব তাঁর সঙ্গে যেন এতদিনের সেই প্রেমিক আর কোনওভাবে যোগাযোগ রাখার চেষ্টা না করে। এরপর গত ২০ তারিখ পুনে থেকে বাড়ি ফিরে, ২১ তারিখ