
টাকা চেয়ে হয়রান করছে পুলিশ, ক্ষোভ ডাম্পার চালকদের
রাকেশ রায়, ইভিএম নিউজ ,উত্তর দিনাজপুর, ১০ মেঃ (Latest News) টাকা চেয়ে হয়রান করছে পুলিশ, ক্ষোভ ডাম্পার চালকদের। সরকারি খাতে রাজস্ব দিয়ে বালি তোলা হলেও স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারা হয়রানির শিকার ডাম্পার চালকেরা। ঠিক এমনই অভিযোগ তুলে বুধবার চোপড়া থানার সামনেই বিক্ষোভে সামিল হলেন ডাম্পার চালকেরা। যা ঘিরে চরম পর্যায়ের উত্তেজনা ছড়ায় চোপড়া থানা সংলগ্ন এলাকায়। ডাম্পার চালকদের অভিযোগ, দীর্ঘদিন