
কবে থেকে চড়তে পারবেন গঙ্গার নিচে মেট্রো? জানুন বিস্তারিত তথ্য
ব্যুরো নিউজ, ৯ মার্চ: বহু অপেক্ষার পর অবশেষে স্বপ্ন যেনও সত্যি হল কলকাতাবাসীর। দেশের মধ্যে প্রথম নদির নিচ থেকে মেট্রো চলার সাক্ষী থেকেছে কলকাতা। কিন্তু সেই মেট্রো চড়ার সুযোগ এখনও হয়নি। সেই কবে থেকে চাতকের মতো চেয়ে আছে সেই দিকে। ৬ তারিখ প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হলেও তা এখনও সাধারনের জন্য চালু হয়নি। আর এই নিয়েই মন খারাপ শহর -সহ গোটা