
শ্বাসনালীতে আটকে দুটো ১০০ টাকার নোট, বের করলেন আরজি কর হাসপাতালের চিকিৎসকরা
ইভিএম নিউজ ব্যুরো, ৯ মার্চঃ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির শ্বাসনালী থকে দুটি ১০০ টাকার নোট উদ্ধার করল আরজিকর মেডিক্যালেজের চিকিৎসক। ব্যক্তির বয়স ৫৭ বছর। এন্ডোস্কোপিক পদ্ধতিতে ফোর্সেপ ব্যবহার করে দুটি নোট উদ্ধার করেন চিকিৎসকেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে , দীর্ঘদিন দেড় মাস ধরে খাবার খেতে সমস্যা হচ্ছিল ওই ব্যক্তির। পরে ১ মার্চ ওই ব্যক্তিকে ভর্তি করা হয় আরজিকরে মেডিসিন বিভাগে।