
মৃত্যু মিছিলের পথযাত্রী এক শ্রমিক! অভিযোগ দেহ পাচারের
পুস্পিতা বড়াল, ৩০ মার্চ: ফের মৃত্যু মিছিলের পথযাত্রী এক শ্রমিক। শ্রমিকের মৃত্যু ট্রাকের ধাক্কায়। কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে দেহ পাচারের অভিযোগ। কারখানায় ব্যাপক ভাঙচুর। সঙ্গে চলেছে আধিকারিকদেরও মারধর। কাঁকসার বেসরকারি কারখানায় ছড়িয়েছে উত্তেজনা। স্থানীয়রা কারখানার ভিতর ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এলাকাবাসীর বিক্ষোভ চলছে কারখানার ভেতর মৃতদেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে। ইতিমধ্যেই কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। নন্দীগ্রামে দেবাংশুর পোষ্টার ছেঁড়া


















