
গাছেই স্টাডিরুম, বিএডের জন্য তৈরি হচ্ছেন বরুণ
ইভিএম নিউজ ব্যুরো, ১৭ ফ্রেব্রুয়ারিঃ গাছের ডালেই কাটছে জীবন। গাছই তাঁর ড্রইংরুম থেকে ডাইনিংরুম, এমনকী বেডরুমও বটে। আর এবার সেই গাছের গায়েই স্টাডিরুম বানিয়ে ফেললেন, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের শিলদার জয়পুরগ্রামের যুবক, বরুণ দাস। ছোটো থেকেই গাছপালার মধ্যে বড় হয়ে উঠেছেন বরুণ। আর সেই সূত্রেই গাছ যেন তাঁর ভালোবাসার সঙ্গী হয়ে গেছে। এবার গাছের ডালে আস্ত একটা পড়ার ঘর বানিয়ে,