
অন্দর থেকে বেরিয়ে টোটোপাড়ায় “তাহাঁদের” খোঁজে ইভিএম নিউজ
ইভিএম নিউজ ব্যুরো, ২৩ শে ফেব্রুয়ারিঃ এই সেই টোটোপাড়া। হাজারো সমস্যায় জর্জরিত উত্তরবঙ্গের প্রত্যন্ত প্রান্তের এই উপজাতি সম্প্রদায়। যাঁদের সবথেকে বড় সমস্যা হলো কোথাও পানীয় জলের অভাব তো কোথাও আবার পানীয় জলের অপর্যাপ্ত যোগান । তাই সরকার তথা প্রশাসনের কাছে এই প্রান্তিক জনজাতির কাতর আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নিক তারা। এখানকারই এক বাসিন্দা শচীন টোটো জানালেন, জল ধরে