
‘৩ নম্বর ফোন করেছিল, ৯ নম্বর আজ খাবার এনেছে’ এভাবেই মনে রাখতেন প্রেমিকাদের নাম ,বলিউড অভিনেতা সঞ্জীব কুমারের জীবন তাও কেন বেরঙিন ছিল কেন?
ব্যুরো নিউজ ১১জুলাই:বলিউডে ‘ঠাকুর’ নামে চিহ্নিত হয়ে যাওয়া অভিনেতা সঞ্জীব কুমার ছিলেন এক বিরল প্রতিভা, যার ব্যক্তিজীবন ছিল সমানভাবে রঙিন এবং বেদনাময়। মঞ্চ থেকে সেলুলয়েড—যাত্রাটা ছিল দুর্দান্ত, কিন্তু হৃদয়ের কোণে জমেছিল অপূর্ণ স্বপ্নের মেঘ। ভালোবাসা পেয়েও ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করতে পারেননি ১৯৩৮ সালের ৯ জুলাই গুজরাতের সুরতে জন্ম হরিহর জেঠালাল জরীওয়ালার। পরে অভিনয় জগতে এসে হয়ে ওঠেন সঞ্জীব কুমার। পরিবার