
সঞ্জয়লীলা বনসালির সিনেমায় ডেবিউ করবেন টলি অভিনেত্রী সৌমিতৃষা! তবে কি শুরু মিঠাইরানীর বলিউড যাত্রা?
পুস্পিতা বড়াল, ২২ মে : টলিউডে ইতিমধ্যেই ডেবিউ করেছেন সৌমিতৃষা কুণ্ডু। তাঁর হাতে এখন একের পর এক সিনেমার কাজ রয়েছে। ধারাবাহিক থেকে যাত্রা শুরু হলেও, আপাতত ধারাবাহিকে ফিরছেন না তিনি। মিঠাই ধারাবাহিকে অভিনয় করে দারুন ফেমাস হয়েছেন তিনি। রাতারাতি দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। সকলের ঘরের মেয়ে হয়ে ওঠেন সৌমিতৃষা। দেবের প্রধান সিনেমার হাত ধরে আরোও জনপ্রিয় হয়ে ওঠেন