
২১-র ময়দান কাপাচ্ছেন সুব্রত বক্সি! অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরের উদ্যোগ নিয়ে প্রশ্ন
ব্যুরো নিউজ, ৬ জুলাই: আজ ৬ জুলাই, হাতে আর মাত্র ২ টো সপ্তাহ। আর পরেই ২১-এর সভা। এরই মধ্যে একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকও সারলেন সুব্রত বক্সি। ‘NEET বাতিল করার কোনও যুক্তি নেই’, সুপ্রিম কোর্টে দাবি কেন্দ্রর এদিকে গত বছরও একুশে জুলাইয়ের সভাকে ঘিরে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। অভিষেকের ক্যামাক স্ট্রিট দফতর থেকেই চলে সভা প্রস্তুতির নানা কাজ।