
এসটিএফের হাতে জঙ্গি সন্দেহে গ্রেফতার আর ১
ব্যুরো নিউজ, ২৯ জুন : এসটিএফ-এর হাতে গ্রেফতার জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তি। সূত্রের খবর ধৃত আনোয়ার শেখ বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা। চেন্নাই থেকে তাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতো ধৃত আনোয়ার শেখ। মোদীর ‘নো টলারেন্স’ নীতির কামাল! জঙ্গিদের অর্থের জোগানের পথ বন্ধ করায় বিশ্ব দরবারে প্রশংসা ভারতের রাজমিস্ত্রির কাজের পাশাপাশি চলত জঙ্গি কার্যকলাপও! সূত্রের খবর,