
নির্বাচনের মাঝেই স্বস্তি কমিশনের! কত শতাংশ ভোট পড়ল তা ভোটের পর জানাতে হবে না কমিশনকে
লাবনী চৌধুরী, ২৪ মে : নির্বাচনের মাঝেই স্বস্তি কমিশনের। কোন বুথে কত শতাংশ ভোট পড়ল সেই সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে না। এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটের মধ্যে নির্বাচন কমিশনের ওপর বাড়তি বোঝা চাপানো অনর্থক এমনই পর্যবেক্ষণ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার অবকাশকালীন বেঞ্চের। পাইলটের তুখোর হাতে জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন পূণ্যার্থীরা সাত দফার নির্বাচনের
				
								
								
								









								
								
								








