
নিস্তেজ ত্বকের প্রাকৃতিক সমাধান মুলতানি মাটি
শর্মিলা চন্দ্র, ১০ মে: গরমের দিনে রোদে বেরোলে ত্বক অনেক সময় পুড়ে যায়। কাজের প্রয়োজনে কমবেশি প্রত্যেকটি প্রায় রোজই বাইরে বেরোতে হয়। সানস্ক্রিম নিয়মিত ব্যবহার করলেও ট্যান পড়ে যায়। অনেক সময় কালো ছোপও তৈরি হয়। হাজার চেষ্টা করলেও সেই ট্যান সহজে দূর হয় না। ফলে সমস্যা বাড়তেই থাকে। গরমে চুলের জন্য নিন বাড়তি যত্ন ত্বকের জেল্লা বাড়িয়ে ত্বক রাখবে উজ্জ্বল