
জরিমানা হল গুজরাতের অধিনায়কের! কত টাকা দিতে হল শুভমন গিলকে?
পুস্পিতা বড়াল, ২৭ মার্চ: গুজরাত আইপিএলে চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছে মঙ্গলবার। আইপিএলে অধিনায়ক হিসাবে শুভমন গিলকে প্রথম হারের মুখ দেখতে হয়েছে। তিনি ম্যাচের পর আরও চাপে পড়েছেন। তাঁকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে আইপিএলের তরফে। জরিমানা হয়েছে দলের মন্থর ওভার রেটের জন্যই। দলের মন্থর ওভার রেটের জন্যই জরিমানা! এ কথা এক বিবৃতিতে আইপিএল এর পক্ষ থেকে জানানো হয়েছে। শুভমনের