
১০০০ টি চারা গাছ রোপণ করল শিবদানী ফাউন্ডেশন
ব্যুরো নিউজ, ২৭ মার্চ: গাছ লাগাও, প্রাণ বাঁচাও। এই কথাটি শোনেনি এ জগতে এমন মানুষ মেলা ভার। তাই আজ যেভাবে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন সেই পরিস্থিতিতে গাছ লাগানোর বিপল্প এ দুনিয়ায় কিছুই নেই বলা চলে। তাই শিবদানী ফাউন্ডেশন এর পক্ষ থেকে নেওয়া হল গাছ লাগানোর উদ্যোগ। মানুষ না চাইলে সরে যেতে হবে, বার্তা অভিষেকের গাছ, জঙ্গল কেটে সেই জায়গায় তৈরি করা